সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ করেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুরে রেডক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ করেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুরে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ফুড প্যাকেজ ত্রাণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২৯ অক্টোবর রেডক্রিসেন্ট সোসাইটির জেলা কার্যালয়ের সামনে জেলার ৫ হাজার বন্যায় ক্ষতিগ্রস্থদের বিতরণের অংশ হিসেবে সদর উপজেলার ১ হাজার ৪০০ বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।

এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারি ও জিপি আলমগীর মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে সাড়ে সাত কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও ৫০০ গ্রাম সুজি। সদর উপজেলার বাসিন্দাদের খাদ্য উপকরণ রেডক্রিসেন্ট কার্যালয় থেকে বিতরণ করা হয়। অন্য উপজেলাগুলোতে ত্রাণ বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হবে।

এ সময় ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জেলার ৫ হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতোদিন বেচে থাকবে ও আওয়ামীলীগ যতোদিন ক্ষমতায় থাকবে, ততোদিন পর্যন্ত করোনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কোন ধরনের খাদ্য সংকট হবে না।


error: Content is protected !!