
“আধুনিক বর্জ্য ব্যাবস্থাপনা: বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার” প্রতিপাদ্যে ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুর উর রশীদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।