Monday 4th December 2023
Monday 4th December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ফরিদপুর ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৩ জুলাই শনিবার আনুমানিক রাত ৯ টা ৪৫ মিনিটের সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন কাপুরা সদরদী তুলার মিল বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম মোল্লা (৩৩), পিতাঃ মৃত জলিল মিয়া, সাং-রায়পাড়া সদরদী (কারিগরপাড়া), থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুরকে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।