
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে¡ ২৩ জুলাই মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন আচমত আলী খাঁন সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-৭৪৭১) বিশেষ কৌশলে ইয়াবা পাচারকালে উক্ত ট্রাকের চালক মোঃ আইয়ুব আলী (৪২), পিতাঃ মৃত কাশেম আলী হাওলাদার, সাং-মুরাসাতা, থানাঃ সদর, জেলাঃ ঝালকাঠি এপি সাং-বাড়ী নং-২, নাজীরহাট রোড, কাওসার সড়ক, খুলনা ৯১০০, সোনাডাঙ্গা, খুলনাকে আটক করা হয়। এ সময় উক্ত ট্রাক তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষ পদ্ধতিতে রক্ষিত ১২ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উক্ত ইয়াবাসমূহ একটি মিনি ট্রাকের মাধ্যমে বিশেষ কৌশলে পরিবহন করে চাঁদপুর হতে ফেরী যোগে খুলনার উদ্দেশ্য রওনা হয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি মাদারীপুর জেলার সদর থানাধীন আচমত আলী খাঁন সেতুর টোল প্লাজার সামনে জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশের পূর্ব-দক্ষিণ সীমান্তবর্তী কুমিল্লা, চাঁদপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে বার্মা হতে ইয়াবা সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |