Friday 9th May 2025
Friday 9th May 2025

ঘুষ গ্রহনের অভিযোগে ম্যাজিষ্ট্রেটের গাড়ী চালকের এক মাসের কারাদন্ড

ঘুষ গ্রহনের অভিযোগে ম্যাজিষ্ট্রেটের গাড়ী চালকের এক মাসের কারাদন্ড

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত প্ররিচালনা কালে ঘুষ গ্রহনের অভিযোগে মোঃ সাইদুর রহমান খান (৩৮) নামের এক গাড়ী চালককে এক মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তিনি জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট শামিম হাসানের গাড়ী চালক। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। সে গোপালগঞ্জ জেলার উলপুর গ্রামের সামসুদ্দিন খানের ছেলে।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ভোক্তা অধিকার অধিদপ্তরের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম হাসান এর নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় ভোক্তা অধিকার আইনে উপজেলার মজিদবাড়ী (ভূরঘাটা) বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ওই ম্যাজিষ্ট্রেটের গাড়ী চালক সাইদুর রহমান বিভিন্ন দোকানে গিয়ে ঘুষ গ্রহন করেন। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসলে তাকে আটক করে ইউএনও কে খবর দেন। পরে ইউএনও তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
ভোক্তা অধীকার অধীদপ্তরের সহকারী পরিচালক অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম হাসান বলেন, আমার গাড়ী চালক সাইদুর রহমান দোকান থেকে উৎকোষের অভিযোগে কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম হাসানের গাড়ী চালক সাইদুর রহমানকে দোকানীদের কাছ থেকে উৎকোষের অভিযোগে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।