সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

মাদারীপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলার চাঞ্চল্যকর প্রধান আসামী আটক

মাদারীপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলার চাঞ্চল্যকর প্রধান আসামী আটক

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ধর্ষণ এবং হত্যা। প্রায় প্রতিদিনই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভিন্ন ঘটনা দেশবাসীর নজরে আসছে। দ্রুততম সময়ের মাঝে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে র‌্যাব সবসময় জোড়ালো ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার সময় মাদারীপুর জেলার ডাসার থানাধীন কাজীবাকৈ ইউনিয়নস্থ মেদাকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী রনি মজুমদার (২০), পিতা-হারুন মজুমদার, সাং-হরিকুমারিয়া, থানা- মাদারীপুর সদর, জেলা-মাদারীপুরকে গ্রেফতার করে। ঘটনার বিবরনে জানা যায় যে, অভিযুক্ত রনি মজুমদার (২০) গত ০৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ টা ৪৫ মিনিটে মাদারীপুর জেলার সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকার চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী ছদ্মনাম রাজিয়াকে (৯) তার নিজ বাসার সামনে থেকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জনৈক মৃত মান্নান মোল্লার একতলা ভবনের ছাদের উপর নিয়ে যায় এবং উক্ত স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় উক্ত স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রনি মজুমদার (২০) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে নিজেকে আত্মগোপন করে থাকে। এ সংক্রান্তে ভিকটিমের পরিবার বাদী হয়ে মাদারীপুর জেলার সদর মডেল থানার মামলা নং-১৪ তারিখ ০৯ সেপ্টেম্বর ২০১৯, ধারা ৯(১)৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এবং উক্ত অভিযুক্তকে গ্রেফতারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার সময় মাদারীপুর জেলার ডাসার থানাধীন কাজীবাকৈ ইউনিয়নস্থ মেদাকুল বাজার এলাকা অভিযান পরিচালনা করে অভিযুক্ত রনি মজুমদার (২০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


error: Content is protected !!