Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাদারীপুরে মাদক মামলার পলাতক আসামী আটক

মাদারীপুরে মাদক মামলার পলাতক আসামী আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২৩ সেপ্টেম্বর সোমবার আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার গৌরনদী থানার মামলা নং-২৮, তারিখঃ ২৩/০৭/২০১৯খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ)/৪১ এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ খালেক সরদার (৩৭), পিতাঃ মোঃ হাশেম সরদার, সাং- বেজগাতী, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশালকে আটক করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসমী। ধৃত আসামীকে বরিশাল জেলার গৌরনদী থানায় হস্তান্তর করা হয়।