Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাদারীপুর রাজৈরে পলাতক আসামী আটক

মাদারীপুর রাজৈরে পলাতক আসামী আটক

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ০৩ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা ১৫ মিনিটের সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানার মামলা নং-১৬, তারিখঃ ২৯-০৮-২০১৯খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৯ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এর ০২ নং এজাহার নামীয় আসামী সবুজ শেখ (৩৫), পিতাঃ মৃত ইদ্রিস শেখ, সাং- ঘোষালকান্দি, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামী। ধৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়