Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কালকিনিতে বিনামূল্যে একহাজার রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান

কালকিনিতে বিনামূল্যে একহাজার রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান

‘অসহায় মানুষের পাশে থাকুন’ এই শ্লোগানকে বুকে ধারন করে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার শশিকর সু-পন সেবা সংঘের আয়োজনে দুইদিন ব্যাপী প্রায় ১ হাজার অসহায় রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার সকালে শশিকর উচ্চ বিদ্যালয় হলরুমে অস্থায়ী ক্যাম্প তৈরী করে ডাঃ রবীন্দ্রনাথ সরকার, ডাঃ সবুজ কুমার পাত্র, ডাঃ শুভ্র সরকার, ডাঃ বিপুল বিশ্বাস, ডাঃ ছন্দা মজুমদার, ডাঃ শিমুল চন্দ্র দাস ও ডাঃ সুমন বিশ্বাসের সমন্বয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় রোগীদের মাঝে সকল প্রকার ওষুধ বিনামূল্যে বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন, নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষন বাড়ৈ, সংগঠনের সভাপতি নির্মল বাড়ৈ, শিক্ষক বিধান বৈদ্য, মাখন রায়, দুলাল রায় ও প্রদিপ বাড়ৈ প্রমুখ।