
মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নদীতে জাল ফেলেই পালিয়ে গেছে অসাধু জেলেরা। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ও কালকিনি থানা পুলিশের সহযোগীতায় সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল ও কালকিনি থানার এসআই মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। অভিযান শেষে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়াও জালের সাথে পাওয়া প্রায় দুই মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, ইলিশ রক্ষায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |