Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৬ অক্টোবর বুধবার আনুমানিক বিকাল ৫ টা ১৫ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন মহিষেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম মিয়া@ রনি (২৩), পিতাঃ আঃ রব তালুকদার, সাং-খায়েরচর, থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুর এ/পি সাং-নিউ ষ্ট্যার মেহেদি বেকারী, মহিষের চর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। ঘটনার বিবরণে জানা যায় যে, আনুমানিক গত ৩ বছর পূর্বে ভিকটিম যখন মাদারীপুর জেলার সদর থানাধীন খোয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে অধ্যায়নরত ছিল তখন অভিযুক্ত ইব্রাহিম মিয়া@ রনি (২৩) এর সাথে ভিকটিম এর পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে উক্ত ভিকটিমকে ফুসলিয়ে তার অজান্তে বিভিন্ন সময়ে অশ্লীল ছবি অভিযুক্ত ইব্রাহিম মিয়া@ রনি (২৩) তার নিজের মোবাইলে ধারণ করে এবং ভিকটিমের ছবি ও নাম ব্যবহার করে অভিযুক্ত ইব্রাহিম মিয়া@ রনি(২৩) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভূয়া আইডি খুলেন এবং উক্ত ফেইসবুক আইডি থেকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে বিভিন্ন ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ছড়িয়ে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ ভিকটিম ও তার পরিবার আইনগত সহায়তার নিমিত্তে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের নিকট অভিযোগ দায়ের করেন। তদপ্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৬ অক্টোবর বুধবার আনুমানিক বিকাল ৫ টা ১৫ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন মহিষেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম মিয়া@ রনি (২৩)কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ইব্রাহিম মিয়া@ রনি (২৩) উক্ত ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত ইব্রাহিম মিয়া@ রনি (২৩) ব্যবহৃত মোবাইল জব্দ করা হয় এবং উক্ত জব্দকৃত মোবাইলে ভিকটিমের নাম ও ছবি সম্বলিত ভূয়া ফেইসবুক আইডি ও ম্যাসেঞ্জার গ্রুপ এবং ইমুতে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন।