
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২২ অক্টোবর মঙ্গলবার মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর বাসষ্ট্যান্ড এলাকায় ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ২ জন ওয়ারেন্টভূক্ত আসমীকে আটক করেন।
প্রথম অভিযানে বেলা ২ টা ১০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ দমন ট্রাইবুন্যাল মাদারীপুর এর জিআর ওয়ারেন্ট নং-২০৮/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিলের ১০(ক) এর পলাতক আসামী মোঃ সজল সরদার (৪৮), পিতাঃ বিল্লাল সরদার, সাং দক্ষিণ গোপালপুর, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। অপর অভিযানে বেলা ৩ টা ১৫ মিনিটে কালকিনি থানার মামলা নং-২০, তারিখঃ ১৮-০৪-১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এবং জিআর-৭৫/১৯ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ গিয়াস উদ্দিন নলী (৪৫), পিতাঃ মৃত ওমর আলী নলী, সাং-দক্ষিণ চরাইর কান্দী (দক্ষিণ চর আইরকান্দি), থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামী। আটককৃত আসামীদ্বয়কে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |