
২৯ অক্টোবর মঙ্গলবার এসডিএস এর মাধ্যমে বাস্তবায়নাধীন “দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং” কর্মসূচীর আওতায় রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন) রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যন আলীউজ্জামান চৌধুরী টিটো ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মাহমুদা খাতুন।
এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যক্রম পরিচালক রাবেয়া বেগম ও এমএফ পরিচালক বিএম কামরুল হাসান।