শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

সাংবাদিকদের ১৪ দফা বাস্তবায়নের দাবিতে ১০ নভেম্বর রংপুরে সমাবেশ

সাংবাদিকদের ১৪ দফা বাস্তবায়নের দাবিতে ১০ নভেম্বর রংপুরে সমাবেশ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, মর্যাদাসহ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে আগামী ১০ নভেম্বর বেলা ১১টায় রংপুর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন।
সমাবেশ সফল করতে বিএমএসএফ’র রংপুর জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের অংশগ্রহন করার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, মর্যাদাসহ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে ঐক্যবদ্ধ ১৪ দফা দাবির আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন-হত্যা, হামলা-মামলা, নির্যাতন-হয়রাণী চলছেই।
অবিলম্বে সরকার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মানতে রংপুরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা সমুহের নেতৃবৃন্দকে অংশগ্রহনের জন্য আহবান জানিয়েছেন রংপুর জেলা কমিটির সমন্বয়কারী মহিউদ্দিন মখদুমী।


error: Content is protected !!