
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ফাইস্যাতলা এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসাযী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ফাইস্যাতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাত শিকদার(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন।
এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৯২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল এবং ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ শাহাদাত শিকদার কালকিনি থানাধীন কাশিমপুর বদরদী গ্রামের মোঃ শহিদুল শিকদারের ছেলে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।