
মাদারীপুরে ৭শ’ ৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার ও বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শকুনী লেকের পাড় থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. সাইফুদ্দিন গিয়াস জানান, অসাধু কিছু ব্যবসায়ী পিকআপ ভ্যানে জাটকা বোঝাই করে শরীয়তপুরের গোসাইরহাট থেকে ফরিদপুর যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে তল্লাসী শুরু করে ট্রাফিক পুলিশ। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। সেখানে তল্লাসী চালিয়ে ৩’শ ৫০ কেজি জাটকা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তপন কুমার মজুমদারকে সাথে নিয়ে মঠেরবাজারে অভিযান শুরু করে প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। সেখান থেকে আরো ৪’শ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
জাটকা নিধনরোধে আগামীতে এই অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |