Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাতক্ষীরায় ৫ হাজার কেজি ভেজাল মধু জব্দ

সাতক্ষীরায় ৫ হাজার কেজি ভেজাল মধু জব্দ
সাতক্ষীরায় ৫ হাজার কেজি ভেজাল মধু জব্দ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭৩৬ কেজি ভেজাল মধু জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এসময় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ভেজাল মধু সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজার গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইসতিয়াক হোসেন জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার হরিনগর বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৪ হাজার ৭৩৬ কেজি ভেজাল মধু জব্দ করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী জানান, জব্দকৃত ভেজাল মধু খোলা জায়গায় ঢেলে দিয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।