Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ওষুধ ব্যবসায়িকে ১৭হাজার টাকা জরিমানা

ওষুধ ব্যবসায়িকে ১৭হাজার টাকা জরিমানা
ওষুধ ব্যবসায়িকে ১৭হাজার টাকা জরিমানা

তিনজন ওষুধ ব্যবসায়ীকে ১৭ ’হাজার টাকা জরিমানা করেছে, মাদারীপুরের কালকিনিতে ভ্রাম্যমান আদালত। এসব দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আজ মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউস এ জরিমান করেন। এদিকে এ অভিযান অব্যহত রাখার দাবী যানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউসের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় পৌর এলাকার ভূরঘাটা (মজিদবাড়ি) বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারের ওষুধ ব্যবসায়ী মেলোডী ড্রাগ হাউসকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ হাজার, আর এন ফার্মেসিকে ৬ হাজার ও আলাউদ্দিন ড্রাগ হাউসকে ৬ হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

নাম প্রাকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন মহল বলেন, এ ধরনের অভিযান অব্যহত রাখলে অসাধু ব্যবসায়ীরা কোন প্রকার অনিয়ম করতে পারবে না। তাই এ অভিযান মাঝে মধ্যে করা উচিত।

এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক জান্নতুল ফেরদাউস বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেলোডী ড্রাগ হাউসকে ৫ হাজার, আর এন ফার্মেসিকে ৬ হাজার ও আলাউদ্দিন ড্রাগ হাউসকে ৬ হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।