Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
মাদারীপুরের কালকিনি

দুঃস্থ পরিবারের মাঝে ১৩ লক্ষ্য টাকার চেক বিতরন

দুঃস্থ পরিবারের মাঝে ১৩ লক্ষ্য টাকার চেক বিতরন
দুঃস্থ পরিবারের মাঝে ১৩ লক্ষ্য টাকার চেক বিতরন

মাননীয় প্রধানমন্ত্রী পূনর্বাসন সহায়তা কর্মসূচীর মাধ্যমে মাদারীপুরের কালকিনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন কবলিত দরিদ্র ও দুঃস্থ ১৩৮টি পরিবারের মাঝে ১৩ লক্ষ্য টাকার চেক বিতরন করা হয়েছে।

শনিবার ৪ জুন দুপুরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদের সচিব রিপন চন্দ্র বাড়ৈ, প্যানেল চেয়ারম্যান মোসাঃ আরিফা আক্তার ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আক্তার হোসেন শিকদার প্রমুখ। এদিকে চেক বিতরন শেষে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।