
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপের উদ্যোগে তার নির্বাচনি এলাকার বীর মুক্তিযোদ্ধাদের ও অসহায় ছয় হাজার পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার সকালে এমপির পক্ষে মাদারীপুেরর কালকিনিতে গোপালপুর ও নবগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে স্থানীয় দলীয় নেতা কর্মীরা এ কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিয়োদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রহিম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার, নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিভূতি ভূষন বাড়ৈ, আওয়ামী লীগ নেতা মুন্সী মো. মাহবুবুর রহমান মামুন, শহিদ হোসেন সেলিম মোল্লা, সৈয়দ মজিবুর রহমান ও আব্দুল লতিফ ঘরামী প্রমুখ।