
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে ২১ এপ্রিল মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬ টা ৫ মিনিটের সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার কালকিনি থানার মামলা নং- নং-০৩, তারিখঃ ০৩-০৩-১৬খ্রিঃ, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোস্তফা হাওলাদার (২২), পিতাঃ মৃত আঃ ওহাব হাওলাদার, সাং-উত্তর রাজদী, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।