Thursday 18th April 2024
Thursday 18th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

স্পীডবোট দুর্ঘটনায় শরীয়তপুর পৌর মেয়র র‌ফিক কো‌তোয়াল আহত

স্পীডবোট দুর্ঘটনায় শরীয়তপুর পৌর মেয়র র‌ফিক কো‌তোয়াল আহত

Notice: Trying to access array offset on value of type bool in /home/hongkarc/rudrabarta.net/wp-content/plugins/bj-lazy-load/inc/class-bjll.php on line 208

মাওয়ার পদ্মায় স্পিডবোর্ট দুর্ঘটনায় শরীয়তপুর পৌরসভার মেয়রসহ ছয়জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মঙ্গলমাঝির ঘাটে আসার পথে জাজিরার পদ্মা নদীতে মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। আহত শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, তার শ্যালক রাসেলের নাম পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম।

আহতদের উদ্ধার করা মঙ্গল মাঝির ঘাট এলাকার চুন্নু মাদবর জানিয়েছেন, সোমবার সকালে শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালসহ ২০ জন যাত্রী নিয়ে একটি স্পীড বোড মাওয়া থেকে মঙ্গল মাঝির ঘাটে উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইন পাড়া এলাকায় আসলে স্পীড বোড মোড় নিলে ড্রেজারের সাথে ধাক্কা লাগে। তখন স্পীড বোডটি উল্টে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। তখন মেয়রসহ আহত হন ছয়জন।

শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা বলেন, মেয়র সকালে ঢাকা থেকে শরীয়তপুর উদ্দেশ্যে রওনা দেয়। শুনেছি পদ্মা নদীতে স্পীড বোড দুর্ঘটনায় আহত হয়েছেন। মেয়রের দ্রুত সুস্থতা কামনা করি।

স্পীড বোট দুর্ঘটনায় আহত শরীয়তপুরে মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালকে দেখতে হাসপাতালে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ছবি- দৈনিক রুদ্রবার্তা

স্পীড বোট দুর্ঘটনায় আহত শরীয়তপুরে মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালকে দেখতে হাসপাতালে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ছবি- দৈনিক রুদ্রবার্তা