Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ২৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ২৫২ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী ২৫২ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগের পুলিশ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগের পুলিশ ২৫২ জন বাংলাদেশিসহ মোট ৫৬৭ জনকে আটক করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বঙ্গসার এলাকায় অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এক হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এতে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও একটি শিশুকে আটক করা হয়।

আটক হওয়াদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপিন্সের ৪ জন এবং ভারতের ১ জন নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন জানান, আটককৃতদের অনেকেই ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে প্রবেশের পর ওই আবাসিক ভবনের আশেপাশের এলাকায় কাজ করছেন। আটককৃতদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান একটি নিয়মিত ঘটনা। দেশটির সরকার অবৈধ অভিবাসীদের শোধন করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে।