
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়া ৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। স্থানীয় সময় গত বুধবার তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, বিমানবন্দরে সন্দেহজনক আচরণের কারণে ৬৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি। আটককৃতরা নিজেদের পর্যটক দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরের খাবারের দোকানসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। কর্তৃপক্ষের ধারণা, তারা কারও জন্য অপেক্ষা করছিলেন।
পরবর্তীতে এই ব্যক্তিদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি, ১৬ জন পাকিস্তানি এবং ৭ জন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র পরীক্ষার পর তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে ‘নোটিশ টু লিভ’ (এনটিএল) জারি করা হয়।
একেপিএস আরও জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বাধিক সংখ্যক এনটিএল জারির ঘটনা রেকর্ড করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দরের নজরদারি দল ২,৬৫৪ জন বিদেশিকে পরীক্ষা করেছে। এর মধ্যে ৯০০ জনকে প্রকৃত পর্যটক হিসেবে বিবেচনা না করে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এ ঘটনা মালয়েশিয়ার কঠোর ইমিগ্রেশন নীতি এবং অবৈধ প্রবেশ ঠেকাতে সতর্কতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।