
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৯৬ জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধভাবে বসবাসের অভিযোগে একটি ব্যক্তিগত এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ১৩৫ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্য থেকে ৯৬ জনকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, এনফোর্সমেন্ট, ডিটেনশন ম্যানেজমেন্ট, প্রিভেনশন ও ইন্টিগ্রিটি ডিভিশনসহ পুত্রজায়া সদর দপ্তর এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের ১১৬ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক। তবে গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
তিনি বলেন, “জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা ভাড়া বাসায় অবৈধভাবে বসবাস করছিলেন।” তিনি জানান, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৬ সালের পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য গ্রেফতারকৃতদের কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মহাপরিচালক আরও জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এছাড়া, যারা তাদের নিয়োগ বা আশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের ব্যক্তি পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইনের আওতায়ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই অভিযান অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালয়েশিয়ার কঠোর অবস্থানেরই অংশ বলে জানানো হয়েছে।