Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

১১ তম জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এবছর বন্যায় নদীভাঙ্গনরোধ, বাঁধ ও অন্যান্য ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামতে প্রায় ২০০ কোটি টাকা ব্যায়ে প্রায় ১১৭ কি.মি. মেরামত কাজ চলমান আছে বলে উল্লেখ করা হয়। তাছাড়া একই ধরনের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকিপ্রবণ এলাকাসমূহকে চিহ্নিত করে বাংলাদেশকে ৬ টি শ্রেণীতে (হটস্পট) ভাগ করা হয়েছে। পানির প্রবাহ বাড়ানোর পাশাপাশি যথাযথ পলি ব্যবস্থাপনা করে নদী ভাঙ্গন রোধসহ বন্যা নিয়ন্ত্রণ করে টেকসই উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে সকল প্রকল্প নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষে সভায় জানানো হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, এমপি, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, মোঃ আফজাল হোসেন এমপি, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপি, সামশুল হক চৌধুরী এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, মোঃ ফরিদুল হক খান এমপি, নুরুন্নবী চৌধুরী এমপি অংশ নেন।

সভায় আরও জানানো হয়, সারাদেশে “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন” শীর্ষক প্রকল্পের আওতায় ৬৩০ টি প্যাকেজে প্রায় সাড়ে ৪ হাজার কি.মি. পুনঃখনন সম্পন্ন হয়েছে।

এছাড়াও সভায় ভাঙ্গনরোধসহ একাধিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সন্তোষ প্রকাশ করা হয়। বর্তমানে মন্ত্রণালয়ের কাজের নজরদারি বৃদ্ধিতে প্রশংসা করা হয় এবং কাজের অগ্রগতি নজরদারিতে সংশ্লিষ্ট ঠিকাদারদের সমন্বয় করতে নির্দেশনা দেয়া হয়।