Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স

পপুলার লাইফের বীমা দাবীর টাকা পরিশোধ

পপুলার লাইফের বীমা দাবীর টাকা পরিশোধ

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ঢাকা মহানগর অঞ্চলের ১ হাজার ৪৪৩ জন বীমা গ্রাহকের বীমা দাবীর মোট ৫ কোটি ৬৭ লক্ষ ১৮ হাজার ৬৩৫ টাকার চেক হস্তান্তর উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মোঃ শাহ আলম ও আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, অফিসার মোঃ আবু মাহমুদ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডিবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।