
শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা পন্ডিতসার চিশতীনগর খানকায়ে চিশতীয়া ১১ পৌষ উরশ মোবারক প্রস্তুতি উপলক্ষে ১৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাওলা মঞ্জিলে সুধী জনদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সভার সস্মানিত সভাপতি পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন ও সৈয়দ ডাঃ গোলাম মুবনী মাওলা।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নড়িয়া-সখিপুরের গণমানুষের নেতা একেএম এনামুল হক শামীম, নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানা ওসি মনজুরুল ইসলাম, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাস্টার হাসানুজ্জামান খোকন, ঘড়িসার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেউদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা শাজাহান শিকদার, শান্ত চৌধুরী, মান্নান হাওলাদার, মিহীর চক্রবর্তী, দেলোয়ার আকন, উজ্জল মীর মালত, গাজী বাকের হোসেন, সোহাগ সরকার, সাহিন গাজী ও মো.হারিজ।
সভায় মনমুগ্ধকর উপস্থাপনা করেন, মো. সোহেল সরকার।
সমাবেশ শেষে আগামী ১১ ও ১২ পৌষ ১৪২৫ তারিখে চিশতীনগরে উপমহাদেশের আধ্যাতিক সুফি স¤্রাট হযরত খাজা গরীবে নাওয়ায মুঈনুদ্দীন চিশতী রাঃ আঃ’র পবিত্র উরশ মোবারক সফল করার লক্ষ্যে উপস্থিত সকল সুধী জনদের সহযোগীতা কামনা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |