
যদি বলা হয়
সাবাশ বাঘের বাচ্চা
হয়েছ তুমি খুবই খুশী
যদি বলা হয়
সাবাশ জানোয়ারের বাচ্চা
হয়েছ তুমি খুবই অখুশী
ফেপে উঠে খেপে তুমি
করলে তাকে নিস্তার
কথা দুটির অর্থে ব্যবধান ছিলো
কার কথায় খুশি হলে
কার কথায় ক্ষোভ
সমাজ আর পরিবারের মধ্যে
কি হচ্ছে দেখি এবার
পার্থক্য কিসে আছে
মানুষ পশুর মাঝে
সিংহ ও মানবের মাঝে
¬
তফাৎ খুঁজে কি পাই
নিজেকে সিংহ বল্লে খুশি হই
বার বার
আজ আমি দেখি সিংহের
মাঝে আমার মাঝে
নেই তো কোনো তফাৎ
হয়েছি সিংহ
বোধ শক্তিও তাই
সিংহ বলায় খুশি আমি
আসলেই আমি মানুষ
রূপী সিংহ
সিংহ বৃদ্ধ হলে সন্তান রাখে কি
বাবার খোঁজ?
মানব জাতী হয়ে আমি
রাখছি কি বাবার
খোঁজ?
ছাত্র হয়ে রাখেনি কেউ
সেই বৃদ্ধ শিক্ষকের
খোঁজ
আজকাল যেমন বলা হয়
ওস্তাদ মারা শিশ্য
আসলে কথাটি
কোথা থেকে উৎপত্তি
হয়তো কথাটি
কোন গুরুজন বলেছে
খুঁজে পেয়েছি কি
গুরুকে?