Saturday 20th April 2024
Saturday 20th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

হায়রে মানুষ

হায়রে মানুষ

যদি বলা হয়
সাবাশ বাঘের বাচ্চা
হয়েছ তুমি খুবই খুশী
যদি বলা হয়
সাবাশ জানোয়ারের বাচ্চা
হয়েছ তুমি খুবই অখুশী
ফেপে উঠে খেপে তুমি
করলে তাকে নিস্তার

কথা দুটির অর্থে ব্যবধান ছিলো
কার কথায় খুশি হলে
কার কথায় ক্ষোভ
সমাজ আর পরিবারের মধ্যে
কি হচ্ছে দেখি এবার
পার্থক্য কিসে আছে
মানুষ পশুর মাঝে
সিংহ ও মানবের মাঝে
¬
তফাৎ খুঁজে কি পাই
নিজেকে সিংহ বল্লে খুশি হই
বার বার
আজ আমি দেখি সিংহের
মাঝে আমার মাঝে
নেই তো কোনো তফাৎ
হয়েছি সিংহ
বোধ শক্তিও তাই
সিংহ বলায় খুশি আমি
আসলেই আমি মানুষ
রূপী সিংহ
সিংহ বৃদ্ধ হলে সন্তান রাখে কি
বাবার খোঁজ?
মানব জাতী হয়ে আমি
রাখছি কি বাবার
খোঁজ?
ছাত্র হয়ে রাখেনি কেউ
সেই বৃদ্ধ শিক্ষকের
খোঁজ

আজকাল যেমন বলা হয়
ওস্তাদ মারা শিশ্য
আসলে কথাটি
কোথা থেকে উৎপত্তি
হয়তো কথাটি
কোন গুরুজন বলেছে
খুঁজে পেয়েছি কি
গুরুকে?