Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বাণী: নাহিম রাজ্জাক এমপি

বাণী: নাহিম রাজ্জাক এমপি

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এ দিনটিতে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। দীর্ঘ নয় মাস বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয়েছিল স্বাধীনতা। জাতি পেয়েছিল একটি দেশ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল সব শ্রেণী ও পেশার মানুষ। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকায় হানাদার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ৩০ লাখ মানুষের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে।
আজকরে দিনে গীভর শ্রদ্ধা আর ভালোবাসায় বীর শহীদদেরও স্মরণ করছি, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি।
মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দৈনিক রুদ্রবার্তার বিশেষ সংখ্যা প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত এবং রুদ্রবার্তার এই প্রকাশনার ভূয়সী প্রশংসা করছি।

নাহিম রাজ্জাক
সংসদ সদস্য
শরীয়তপুর-৩