
শরীয়তপুরের সদর উপজেলার শোলপাড়া ইউনিয়ন এ গত ১ সপ্তাহ পূর্বে মস্তিষ্ক ভারসাম্যহীন একজন মহিলাকে কুড়িয়ে পাওয়া যায়।
কুড়িয়ে পাওয়া মহিলার আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়ার জন্য সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারসাম্যহীন মহিলার ছবি সহ প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মস্তিষ্ক ভারসাম্যহীন মহিলার পরিবার ছবি দেখে ছুটে আসেন শরীয়তপুর পালং মডেল থানায় পরিবার পরিজন।
আজ সকালে ছুটে আসা পরিবার পরিজনদের মাঝে হস্তান্তর করেন মস্তিষ্ক ভারসাম্যহীন মহিলাটিকে।
জানাযায়, গত এক সপ্তাহ পূর্বে শোলপাড়া ইউনিয়ন এ পাওয়া যায় রোজমেরি মন্ডল নামে এক ভারসাম্যহীন মহিলাকে। পরে তাকে স্থানীয় চৌকিদার লিটনের হেফাজতে রাখা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আজ ছটে আসেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মান্দ্রা গ্রামের পরিচয় দেয়া মহিলার ছেলে যোয়াকিম মন্ডল।
মায়ের ছবি দেখে চিনতে পেরে আজ চিকন্দী ফাঁড়িতে যোয়াকিম মন্ডল সহ আত্মীয় স্বজন আসলে লিটন চৌকিদারের বাড়িতে তাদেরকে দেখানো হয় তখন তারা কুড়িয়ে পাওয়া ভারসাম্যহীন মহিলার নাম রোজমেরি মন্ডল বলে প্রমাণীত পেলে পুলিশ সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে রোজমেরি মন্ডল কে তার ছেলের হাতে হস্তান্তর করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |