Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

প্রেসকাউন্সিল থাকলেও রেজিস্ট্রেশন বিহীন সাংবাদিক বাংলাদেশে: শহীদুল ইসলাম পাইলট

প্রেসকাউন্সিল থাকলেও রেজিস্ট্রেশন বিহীন সাংবাদিক বাংলাদেশে: শহীদুল ইসলাম পাইলট

ডাক্তার, নার্স, ডেন্টাল, আইনজীবী সহ বিভিন্ন কাউন্সিলে রেজিস্ট্রেশন কার্যক্রম থাকলেও বাংলাদেশের প্রেসকাউন্সিলে সাংবাদিকদের রেজিস্ট্রেশন কার্যক্রমে নেই আমরা!

মফস্বলে কাজ করি তাই মফস্বল সাংবাদিক আমরা।

দেশ গ্রামের উন্নয়নে সফলতার কথা লিখি আমরা।

কলম ধরি, ছবি তুলি, ভিডিও করিও আমরা।

৬৪ জেলা সহ প্রতন্ত অঞ্চলের সংবাদ কর্মীই আমরা।

দেশ গ্রামের শিশু ও বৃদ্ধ সহ সকলের সাথে মিশি ও সুখ-দুঃখের ভাষা খুজি আমরা।

সকলেই বলেন, ‘মফস্বলের সাংবাদিক ওরা’ তাই খুশি মনে মেনে নিয়েই বলছি, ‘মফস্বল সাংবাদিকই আমরা’।

ওপরতলার সাংবাদিক নই আমরা, নিচু তলায় থেকে ওপরতলায় সংবাদ তুলি আমরা।

গ্রাম-গঞ্জ, হাট-বাজার, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পার্যায়ের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, উন্নয়ন, সম্ভাবনা, সফলতা-ব্যর্থতা, জঙ্গীবাদ, মাদক বিরোধী, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরি আমরা।

মাদক ও দুর্নীতির খবর প্রকাশ করতে গিয়ে হত্যা ও মিথ্যা মামলা সহ বিভিন্ন ভাবে হয়রানির শিকার হই আমরা।

জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনেই ঝুকি বহন করে সাংবাদিকতা করি আমরা।

অর্থ বরাদ্ধে ও সরকারি সফরের তালিকা থেকে বঞ্চিতও আমরা!

গর্ব করে বলতে পারি, মফস্বল সাংবাদিকই আমরা।

লেখক: শহীদুল ইসলাম পাইলট, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।