
করোনা থেকে বাঁচতে হলে
দূরে থেকো ভাইরে
এ’ ছাড়া আর বাঁচার কোন
অন্য উপায় নাইরে।
একে অন্যের কাছে থেকে
তিন ফুট দূরে থাকবে
মুখে-নাকে মানসম্মত
মাস্ক সর্বদা রাখবে।
বারে-বারে দু’হাত ধুবে
সাবান পানি দিয়ে
জনসমাবেশ এড়িয়ে যাবে
নিজ দায়িত্ব নিয়ে।
যতপারো থাকবে ঘরে
নিরাপত্তার জন্য
এ’ছাড়া আর ভাল কোন
কাজ নেই অনন্য।
এটা যদি করতে পারো
জীবন রক্ষা পাবে
আর না হলে এ’করোনায়
সবার জীবন যাবে।
নিজে ভাল থাকবে এতে
ভাল থাকবে সবে
জন-জনতা দুধ-ভাতে
শান্তি-সুখে রবে।