
তোমরা হলো জাতির বিবেক
তবুও তোমাদের কেন এত আবেগ?
বিবেক নিয়ে খেলবে যারা,
বিবেকের কাছে হারবে তারা।
নির্বাচন হলো সংশয় ধারা,
নির্বাচন হলো বিবেককে সাড়া।
নিজ মতামত হলো সবার সেরা,
নির্বাচন শেষে কিছু বিবেক ধরা।
বিবেকের নজরে বিবেকের সাজা,
তবুও তারা তাহাদের-ই রাজা।
অনেক কিছুতেই আছে কমিটি, আছে ফান্ড।
বিবেকের নেতৃত্বে ফান্ডের
কেন নাই গঠণ ও গ্রান্ট?