
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ এর নেতৃত্বে ০৯ অক্টোবর শুক্রবার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম ও সদস্য (আইন) মোঃ দলিল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সর্ব মোঃ সরওয়ার আলম, মুহম্মদ হিরুজ্জামান এনডিসি ও এসএম শাকিল আখতার, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদাসুলতানা, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইনস্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক/সিইও বিএম ইউসুফ আলী এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক বৃন্দ সহ কর্তৃপক্ষের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।