Thursday 18th April 2024
Thursday 18th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

পদ্মার ভাঙন কবলিতদের মাঝে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

পদ্মার ভাঙন কবলিতদের মাঝে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন নড়িয়ায় পদ্মা নদী ভাঙন কবলিত এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে চরভাগা পাইক বাড়ী বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন আয়োজনে এ ত্রাণ বিতরণ করা হয়।
নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আ: ওহাব বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, জেলা প্রশাসক কাজী আবু তাহের, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী হাজী আবুল হাসেম মিয়া, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার প্রমূখ।
ত্রাণ বিতরণ শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তখন সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভাঙন রোধে পুরো উদ্যোমে কাজ চলছে। আজ থেকে প্রতিদিন ১০ হাজার জিও ব্যাগ বস্তা ফালানো হবে। যা আগের থেকে ১০ গুন বেশি। ভাঙন রক্ষায় যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তারই উদ্যোগ নিয়েছেন। দুই এক দিনের মধ্যেই ড্রেজিংয়ের কাজ শুরু হবে। আর পানি কমলেই স্থায়ীভাবে বেড়ি বাঁধের কাজ শুরু করা হবে।