
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজনের উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, সব অনাবাদি জমি চাষ করতে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি, সরকারের এ সহযোগিতার সঙ্গে আপনারা শতভাগ পরিশ্রম যোগ করে দেশে কৃষি উৎপাদন বিপ্লবের অংশীদার হবেন।
এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওয়াছেল কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।