
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এতে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীরা নিরপেক্ষ প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবেন এবং স্থানীয় সরকারের সেবা পুনরায় সচল হবে। সারজিস মনে করেন, স্থানীয় নির্বাচন নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কার্যকারিতা যাচাইয়ের ‘লিটমাস টেস্ট’ হিসেবে কাজ করবে, যা জাতীয় নির্বাচনের আগে সংস্কারের সুযোগ দেবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় জনগণের রায়ে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবে, ক্ষমতাসীন দলের প্রভাবে নয়। সারজিস স্পষ্ট করেন, তিনি জাতীয় নির্বাচন পেছানোর পক্ষে নন এবং প্রয়োজনে এর তারিখ ঘোষণার বিষয়ে কোনো আপত্তি নেই।