
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি বলেন, এই বন্দরের মাধ্যমে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পেলে সব পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি জোর দিয়ে বলেন, বন্দরের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে মুখ্য ভূমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে এটি তার প্রথম সফর। তিনি বন্দর এলাকা পরিদর্শনের পাশাপাশি একটি মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশ নেন। এছাড়া, তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নিয়ে ডি.লিট উপাধি গ্রহণ করবেন। বিকেলে তিনি হাটহাজারীর নিজ গ্রামে যাবেন।