Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) শুরু

শরীয়তপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) শুরু
শরীয়তপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) শুরু

শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় সাঁতার প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৪) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকালে শরীয়তপুর সরকারি শিশু পরিবার সংলগ্ন পুকুরে সাঁতার প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৪)এর উদ্বোধন করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বিশ্বজিৎ বৈদ্য। সাঁতার প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৪) প্রতিযোগিতা মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক এইচ এম কাওসার হামিদ, জেলা ক্রীড়া সংস্থা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, ক্রীড়া সংগঠক কোচ সেলিম সিকদার সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, কোচ ও অন্যরা।
তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ০৪ জন বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের করার সুযোগ পাবে।