
মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) তাড়া খেয়ে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান পালিয়ে যায়। পিএএফ জানায়, ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহলরত এসব বিমান শনাক্তের পর তাদের দ্রুত প্রতিক্রিয়ায় পিছু হটতে বাধ্য করা হয়।
এ ঘটনা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাকে আরও তীব্র করেছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনের প্রাণহানির হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও পাকিস্তান তা অস্বীকার করেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার সতর্ক করে বলেছেন, ভারত পহেলগাঁও হামলাকে অজুহাত করে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলার পরিকল্পনা করছে। তিনি সংযম ও আঞ্চলিক শান্তির আহ্বান জানিয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |