Thursday 1st May 2025
Thursday 1st May 2025

গুজরাটে অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিক আটক

গুজরাটে অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিক আটক
গুজরাটে অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিক আটক

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাতে পরিচালিত বিশেষ অভিযানে এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। আহমেদাবাদ থেকে ৮৯০ জন এবং সুরাত থেকে ১৩৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছে এবং অনেকের বিরুদ্ধে মাদক পাচার, মানবপাচার ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে তারা গুজরাটে বসবাস শুরু করেছিল। পরিচয় যাচাই শেষে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানো হবে। গুজরাট সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসী ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।