
শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা,৪০ টি রিং জাল ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ একটি ইঞ্জিল চালিত নৌকা জব্দ করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল ) ভোরে উপজেলার সখিপুর থানার ছুরির চর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় ।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ছুরির চর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা,৪০টি রিং জাল ও ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারে নিচে ইলিশ শিকার, পরিবহন, বিক্রি, বাজার জাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |