Thursday 1st May 2025
Thursday 1st May 2025

শরীয়তপুরের সখিপুরে মে দিবসে রেলি ও আলোচনা সভা

শরীয়তপুরের সখিপুরে মে দিবসে রেলি ও আলোচনা সভা
শরীয়তপুরের সখিপুরে মে দিবসে রেলি ও আলোচনা সভা

‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই।’ এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের সখিপুরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ডি এম খালী ইউনিয়ন শাখা এ র‌্যালী ও আলোচনা সভা করে। র‌্যালীটি স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু করে শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এ সময় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কাউসার সরদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সোহেল সরকার।

সাধারণ সম্পাদক সাকিল মাঝির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা,শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট শাহিন সরদারসহ থানা ও ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দ।