
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শ্রমিকদের পুরনো অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।” তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ইউনূস পাঁচ শ্রমিক পরিবারের হাতে কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয় ও কমিশনের শীর্ষ কর্মকর্তারা।
এই বক্তব্যে শ্রমিক-সহযোগিতা এবং সুপরিকল্পিত সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়—যা নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |