Thursday 1st May 2025
Thursday 1st May 2025

মানবিক করিডরের নামে সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না : নুরুল হক নুর

মানবিক করিডরের নামে সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না : নুরুল হক নুর
মানবিক করিডরের নামে সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সরকারের এককভাবে নেওয়া এই সিদ্ধান্তকে তিনি ‘অগণতান্ত্রিক’ ও ‘অবিবেচক’ বলে মন্তব্য করেন।
মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের সখিপুর থানায় আয়োজিত এক গণসংযোগ সভায় নুর বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। সরকার একতরফাভাবে এই করিডরের বিষয়ে এগিয়ে যাচ্ছে, যা দেশের স্বার্থের পরিপন্থী।”
তিনি আরও জানান, “যদি এই করিডর বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে আমরা সব রাজনৈতিক দল একত্রিত হয়ে তা প্রতিহত করবো।”
নুরুল হক বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও প্রেস সচিবের করিডর সংক্রান্ত বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, “একদিকে বলা হচ্ছে মানবিক প্যাসেজ, অন্যদিকে তা কার্যত মিয়ানমারকে বাংলাদেশের ভেতর দিয়ে চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না।”
রোহিঙ্গা সংকটে মিয়ানমারের ‘অবন্ধুসুলভ’ আচরণের কথাও উল্লেখ করে তিনি বলেন, “মানবিক করিডরের আড়ালে যদি মিয়ানমারকে চলাচলের সুযোগ দেওয়া হয়, তবে তা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা ডেকে আনবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা, স্থানীয় সংগঠক এবং সাবেক নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি।