Thursday 1st May 2025
Thursday 1st May 2025

আওয়ামী লীগের দালাল’ অভিযোগে অভিনেতা সিদ্দিক গণপিটুনির পর থানায়

আওয়ামী লীগের দালাল’ অভিযোগে অভিনেতা সিদ্দিক গণপিটুনির পর থানায়
আওয়ামী লীগের দালাল’ অভিযোগে অভিনেতা সিদ্দিক গণপিটুনির পর থানায়

ছোটপর্দার অভিনেতা সিদ্দিককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে একদল বিক্ষুব্ধ যুবক। জামাকাপড় ছেঁড়া অবস্থায় কাকরাইল এলাকায় তাকে মারধর করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দেওয়া হয়। রমনা থানার ওসি (অপারেশনস) আতিকুল আলম জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। সিদ্দিক পূর্বে গুলশান ও মধুপুর আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। হামলাকারীরা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।