
ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম আরওয়াই নিউজ দাবি করেছে, এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলা হতে পারে, যার উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা তোলা ও পাকিস্তানবিরোধী মনোভাব উস্কে দেওয়া।
প্রতিবেদনে বলা হয়, অতীতেও মোদি সরকার অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এমন হামলার আশ্রয় নিয়েছে। হামলার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ), যারা ভারতের কাশ্মীরে বহিরাগতদের স্থায়ী বসতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। যদিও ভারত সরকার এখনো টিআরএফ-এর জড়িত থাকার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি।