
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে, তাই তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা জরুরি। তিনি শাসনব্যবস্থা সংস্কার ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, সদিচ্ছা ও আস্থা গড়ে তোলার ওপর জোর দেন।