
গাজীপুরের মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ পারভীন নামে এক নারী ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা গেছেন। তার ছেলে আয়ানও একদিন আগে মারা যান। ২৭ এপ্রিল রাতে রান্নাঘরে গ্যাস জমে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এর আগে দগ্ধ সীমা ও তাসলিমা নামের দুই নারীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে পারভীন ও আয়ান একই পরিবারের সদস্য। ঘটনার সময় পারভীনের স্বামী বাসার বাইরে ছিলেন। তিনি জানান, গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাসে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।